রাজ্যের খবর

ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল

Trinamool has published the list of candidates for the by-elections of six assembly constituencies

Truth Of Bengal: Saif Khan: শিয়রে রাজ্যের উপনির্বাচন। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। রবিবার এই ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল শাসক দল তৃণমূল কংগ্রেস।

কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায়। এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপক কুমার রায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তিনি এখান থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন।

আলিপুরদুয়ার জেলা মাদারিহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জয়প্রকাশ টোপ্পো। এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নির্বাচিত হয়েছেন রাহুল লোহার।

উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি কেন্দ্রে প্রার্থী হয়েছেন সনৎ দে। ওই একই জেলার আরও এক বিধানসভা কেন্দ্র হাড়োয়া থেকে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য প্রয়াত সাংসদ হাজি নুরুলের ছেলে রবিউল ইসলাম। উল্লেখ্য, উত্তর ২৪ পরগণার নৈহাটি কেন্দ্র থেকে পদ্ম শিবিরের হয়ে লড়াই করবেন রূপক মিত্র। এছাড়াও এই একই জেলার হাড়োয়া থেকে বিজেপির প্রার্থী নির্বাচিত হয়েছেন বিমল দাস।

মেদিনীপুর কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী হয়েছেন জেলা সভাপতি সুজয় হাজরা। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে গেরুয়া শিবিরের বাজি শুভজিৎ রায়।

বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন ফাল্গুনি সিংহবাবু। এই একই কেন্দ্রে বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন অনন্য রায় চক্রবর্তী।

উল্লেখ্য, ২০২১ এ বিধানসভা নির্বাচনে এই ছয়টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রই শাসক-শিবিরের দখলে ছিল। একমাত্র মাদারিহাট কেন্দ্রটি গিয়েছিল বিজেপির দখলে। এই উপনির্বাচনের ফলাফল কোন দিকে যায় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে আমজনতা।

Related Articles