রাজ্যের খবর
Trending
সন্দেশখালি নিয়ে বিরোধীদের জবাব দেবেন অভিষেক, বুধবার বসিরহাটে সভা তৃণমূলের সাধারণ সম্পাদকের
Trinamool general secretary meeting in Basirhat on Wednesday

The Truth Of Bengal: সন্দেশখালি ইস্যুকে বিরোধীরা জিইয়ে রাখতে চাইছে বলে তৃণমূল কংগ্রেস মনে করে।আসলে শান্তি ফিরলেও সেখানে অশান্তি ফেরি করে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে চাইছে বলে তৃণমূল নেতৃত্বের অভিমত।তাই লোকসভার আগে বিরোধীদের রাজনীতির কথা জনসমক্ষে তুলে ধরতে আগ্রহী শাসকদল।
বুধবার বসিরহাটে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বিএসএসএ ময়দানে সভা করবেন তিনি। জনসভার পাশাপাশি একটি মন্দিরের উদ্বোধন করার কথা ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ।
সন্দেশখালিকাণ্ডের পর এই প্রথম বসিরহাট লোকসভা কেন্দ্রে সভা করতে যাচ্ছেন তিনি।সভা থেকে অভিষেক বিরোধীদের রাজনীতির কড়া জবাব দেবেন বলে আশা করছেন রাজনৈতিক মহল।চব্বিশের নির্বাচনে সন্দেশখালি নিয়ে প্রশাসনের পদক্ষেপ ও জনস্বার্থবাহী কাজ নিয়ে মুখ খুলতে পারেন অভিষেক।