রাজ্যের খবর

তৃণমূল থেকে সাসপেন্ড আরাবুল ইসলাম ও শান্তনু সেন

Trinamool expels Shantanu Sen-Arabul Islam

Truth Of Bengal : তৃণমূল থেকে সাসপেন্ড ডাঃ শান্তনু সেন ও আরাবুল ইসলাম। দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের কথা জানান তৃণমূল সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। সাসপেন্ডের কারণ জানানো না হলেও জানা যায়, দুই নেতার বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ আছে। ডাঃ শান্তনু সেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। অন্যদিকে আরাবুল ইসলাম ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। ২০০৬ সালে তিনি ভাঙড়ের বিধায়ক হয়েছিলেন। এই দুই নেতার বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ উঠছে। দল থেকে বারবার তাঁদের সতর্ক করা হয়েছে। তাও দুই নেতা নানা সময়ে দল বিরোধী কাজ চালিয়ে গিয়েছেন বলে অভিযোগ।

বর্তমানে ভাঙড়ে আরাবুল ইসলামের বিরুদ্ধে প্রায় প্রতিদিন অশান্তির অভিযোগ উঠছে। তাঁর ঝামেলা শওকত মোল্লা অনুগামীদের সঙ্গে। নিজের দফতরে ঢোকা নিয়ে পঞ্চায়েত সমিতির বর্তমান পদাধিকারদের সঙ্গে অশান্তি হয়েছিল। তৃণমূল প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ের হাতিশালায় অশান্তি করার অভিযোগ ওঠে আরাবুলের বিরুদ্ধে। যা নিয়ে দল অসন্তুষ্ট ছিল। এই সব কাজের জন্য আরাবুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যাচ্ছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে আরাবুল ও শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগ খতিয়ে দেখে এই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Related Articles