রাজ্যের খবর

কাশ্মীরে জঙ্গি হামলার কড়া নিন্দায় তৃণমূল কংগ্রেস

Trinamool Congress strongly condemns terrorist attack in Kashmir

Truth Of Bengal : কাশ্মীরে জঙ্গি হামলার কড়া নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।দেশের সুরক্ষার স্বার্থে তৃণমূল কংগ্রেস সরকারের পাশে থাকার বার্তাও দিয়েছে।মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল সাংসদরা দেশের সুরক্ষার গাফিলতি নিয়ে প্রশ্ন তুলতে তত্পর।তাঁরা চান জম্মু-কাশ্মীরের সন্ত্রাসদমনে আরও সক্রিয় হোক কেন্দ্রীয় সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার তৃণমূল মহিলা কংগ্রেস পথে নামল।শনিবার  প্রীতিলতা ওয়াদেদারের মূর্তির পাদদেশ থেকে ধর্মতলা  পর্যন্ত প্রতিবাদ মিছিলে অংশ নেন তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা।  কেন কাশ্মীরের দুর্গম এলাকা বলে পরিচিত পহেলগাঁওতে সেনার নজরদারি ছিল না সেই প্রশ্ন তোলেন সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সংগঠনের অন্যতম নেত্রী ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।তাই দেশবাসীর স্বার্থে ও দেশবাসীর সুরক্ষার জন্য আরও নজরদারি বাড়ানোর দাবি তোলেন তাঁরা।

কাশ্মীর জঙ্গি হামলায় কেন নিরাপত্তা ছিল না কেন্দ্রীয় সরকারের,মিছিলে অংশ নেওয়া মহিলারা একযোগে সোচ্চার হন।মিছিল যত  এগিয়ে যান,ততই মহিলারা পা মেলান।সন্ত্রাস দমনে সক্রিয়তা বাড়ানোর মতোই কড়া পদক্ষেপের দাবিও ওঠে। সাংসদ মালা রায় এই মিছিলে অংশ নেন সর্বস্তরের মহিলা তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীদের মতোই।

Related Articles