কথা দিয়ে কথা রাখলেন দেব,ঘাটালে বৃক্ষরোপণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ
Trinamool Congress MP planted trees at the Ghatal

The Truth of Bengal: কথা দিয়ে কথা রাখলেন দেব। এবার ঘাটালে বৃক্ষরোপণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ।তৃতীয়বার সাংসদ পদে মনোনয়ন জমা দেওয়ার দিন দেব,কথা দেন,যতগুলি ভোট পাবেন ততগুলি গাছ লাগানো হবে।যেহেতু প্রায় ২লক্ষ ভোটে তিনি জিতেছেন তাই দুলক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন বলেও জানিয়েছেন দেব।
কথা দিয়ে কথা রাখার জন্যই তৃণমূলে রয়েছেন দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা আদায় করে নিয়েছেন। মাস্টারপ্ল্যান কার্যকর করে মাস্টারস্ট্রোক দিয়েছেন। মানুষ তাঁকে দুহাত ভরে আর্শীবাদ দিয়েছেন। ঘাটাল থেকে পর পর তিন বার জিতলেন দেব। তিনি ভোট পেয়েছেন ৮,৪১,১৯৫। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে পরাজিত করেছেন প্রায় এক লক্ষ ৮২ হাজার ভোটে। তৃতীয়বার সাংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার দিন ঘাটালের দুবারের সাংসদ দেব কথা দিয়েছিলেন, এইবার তিনি ভোটে জিতুন বা না জিতুন, যতগুলি ভোট পাবেন ততগুলি বৃক্ষরোপণ করবেন। সেই কথা মতই তৃতীয়বার ভোটে জয়লাভ করার পর ঘাটাল লোকসভা জুড়ে ৯ ই জুন রবিবার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন।
ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ৮,৪১,১৯৫ টি ভোট পেয়েছেন অভিনেতা সাংসদ দেব। এবার নিজের কথামতো, গাছ লাগানোর কর্মসূচির তোড়জোড় শুরু। ইতিমধ্যে তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ২ লাখ গাছ লাগানোর কাজ শুরু করলেন। মোট ১০ টি নার্সারিতে ২ লাখ গাছের চারা অর্ডার দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকেই গাছ লাগানোর কাজ শুরু হলো। সবং, ডেবরা, পিংলা, কেশপুর, ঘাটাল, দাশপুর ও পশ্চিম পাঁশকুড়া এই সাত বিধানসভাতেই রবিবার গাছ লাগালেন দেব। ‘আকাশবনি, শাল, সেগুন, শিশু, আম, জাম ও কাঠাল ইত্যাদি গাছ লাগানো হলো। রবিবার প্রথমে সবং এর উচিৎপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মাঠে বৃক্ষরোপন করেন। এরপর
ড়েবরা বালিচক ভজহরি হাইস্কুল মাঠ, সেখান থেকে খড়গপুর লোকাল বিধানসভার বসন্তপুর জাতীয় সড়কে গাছ লাগান। কেশপুর বিধানসভার অন্তর্গত মুগবসানে বৃক্ষরোপণ করেন কেশপুরের ভূমিপুত্র মহিষদার দেব। অতঃপর দুপুরে মধ্যাহ্নভোজন সেরে ঘাটালের কুঠিঘাট সুস্বাস্থ্য কেন্দ্রের মাঠে বৃক্ষরোপণ করেন। সেইখান থেকে গিয়ে দাসপুর ২ নং ব্লকের সুলতান নগর গোপিগঞ্জ মাঠ ও দাসপুর ১ নম্বর ব্লকের চুঁচুড়াহাট নদীবাঁধ এ গাছ লাগান দেব। এরপর পাঁচকুড়ায় গিয়ে বৃক্ষরোপণ করেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। সারাদিন ধরে ছুটির দিনে জেলা, ব্লক ও অঞ্চলের কর্মীদের সঙ্গে নিয়ে সবুজায়ানে ব্যস্ত থাকলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী।