রাজ্যের খবর

জনগর্জন সভার প্রস্তুতিপর্বে দাঁতনে সভা তৃণমূল কংগ্রেসের

Trinamool Congress held a meeting in Dathan in preparation for Jangarjan meeting

The Truth Of Bengal, West Medinipur:  ব্রিগেডে আগামী ১০ মার্চ ‘জনগর্জন সভা’ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে লোকসভা নির্বাচনের প্রচারের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই জেলায় জেলায় পথে নামছেন তৃণমূল নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেনকাপুর বাজারে ”জনগর্জন সভা”র আয়োজন করা হয়। এদিন ‘জনগর্জন সভা’কে সামনে রেখে দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান নাম না করে কেন্দ্রকে বিভিন্ন প্রকল্পে বাংলাকে ‘বঞ্চনা’ করার অভিযোগে বেঁধেন।

এ দিন তিনি বলেন, ‘অপসংস্কৃতির বিরুদ্ধে আসুন ব্রিগেডে। আমরা একটা গর্জন – ব্রিগেডে করি, যে গর্জনের মধ্য দিয়ে দিল্লির কানে আওয়াজ পৌঁছায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশিয়াড়ীর তৃণমূল বিধায়ক পরেশ মুর্মূ, রাজ্য তৃণমূলের সম্পাদক জয়া দত্ত, দাঁতন ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ ইপ্তেকার আলি, দলের ব্লক যুব সভাপতি বিপ্লব বেরা, জেলা পরিষদের সদস্য খাইরুল বসার খান, জেনকাপুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ আজারুল প্রমুখ। এদিনের সভায় তৃণমূল কর্মী ও সমর্থকদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।

FREE ACCESS

Related Articles