রাজ্যের খবর

আরামবাগে তৃণমূল প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ! প্রতিবাদে পথ অবরোধ, উত্তেজনা এলাকায়

Trinamool candidate's car attack in Arambagh! Roadblocks in protest, tension in the area

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ : আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পথ অবরোধ।

জানা যায়, গতকাল আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগ খনাকুলের চিংড়া এলাকায় প্রচার করার সময় কিছু বিজেপি দুষ্কৃতীরা, প্রার্থীর গাড়ি দেখে হামলা চালায়। এরপর তাঁর গাড়ি ভাঙচুর করে। পাশাপাশি গাড়ির চালককে মারধর করার অভিযোগ তুলে তৃণমূল প্রার্থী মিতালী বাগ।

এই ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার দফায় দফায় আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে কোথাও পথ অবরোধ আবার কোথাও বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন সোমবার গোঘাটের মান্দরণ পঞ্চায়েতের সামনে রাজ্য সড়কের ওপর পথ অবরোধ করে তৃণমূল কর্মী সমর্থকেরা।

Related Articles