নির্বাচনী প্রচারে বেরিয়ে মতুয়া মহামিলন উৎসবে শামিল রানাঘাটের তৃণমূল প্রার্থী
Trinamool candidate of Shamil Ranaghat during election campaign in Matua Mahamilan festival

The Truth Of Bengal : নদীয়া, মাধব দেবনাথ ঃ এবার ভোট প্রচারের মধ্যে দিয়ে মতুয়া মহামিলন উৎসবে শামিল হতে দেখা গেল নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী কে। শুক্রবার রাতে এই মহামিলন উৎসবে সামিল হন মুকুটমনি অধিকারী এরপর আগত ভক্তবিন্দদের সাথে সময় কাটান তিনি।
এরপরে মতুয়া সম্প্রদায়ের নাগরিকরা মুকুটমনি অধিকারী কে গলায় ফুলের মালা পরিয়ে কপালে তিলক কাটিয়ে সংবর্ধনা জানান। যদিও একটা সময় ছিল মুকুটমণি অধিকারী যখন বিজেপি নেতা, তখন মতুয়াদের সাথে এক অন্য সম্পর্ক তৈরি হয় তার সাথে। কিন্তু রাজনীতির প্রেক্ষাপটে সময়ের পরিবর্তনে ছন্দপতন হয় মুকুটমনি অধিকারীর। তিনি এখন বর্তমান তৃণমূল নেতা অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। মতুয়া মানেই বিজেপির ভোট ব্যাংক এটাই ধরে রাখে অন্যান্য রাজনৈতিক দলগুলি।
মুকুটমনি অধিকারী, তার ব্যক্তিত্ব দিয়ে এখনো সুসম্পর্ক রেখেছে মতুয়াদের সাথে। তাই ২০২৪ এর লোকসভা নির্বাচনে মতুয়াদের ভোটের প্রতি ১০০% আস্থা রয়েছে মুকুটমনি অধিকারীর। যদিও মতুয়াদের এই অনুষ্ঠানে শামিল হতে পেরে মুকুটমনি অধিকারী বলেন, তিনি আগেও মতয়াদের পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন। কারণ এই মতোয়া ভাই-বোনেরা তাকে অনেক কিছু শিখিয়েছিলেন যার ঋণ তিনি কোনদিনই শোধ করতে পারবেন না।