রাজ্যের খবর

জলপাইগুড়িতে জল্পেশ মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী নির্মল রায়ের

Trinamool candidate Nirmal Roy started his campaign with worship at Jalpesh temple in Jalpaiguri

The Truth Of Bengal: জলপাইগুড়িঃ মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কোলকাতা থেকে ধূপগুড়িতে ফিরেন ধূপগুড়ির বিধায়ক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। রেলস্টেশনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ফুলের মালা দিয়ে বরণ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে। এরপর শহরের বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় সফল ধূপগুড়ির খুদে সবুজ শীলকে বরণ করেন ও তাকে একটি রেলিতে অংশ নেন।

এরপর গ্ৰামের বাড়িতে গিয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন। মাকে জড়িয়ে ধরে মায়ের আশির্বাদ নিয়ে সোজা জল্পেশ মন্দিরে যান। উত্তর- পূর্ব ভারতের শৈবতীর্থ জল্পেশ মন্দিরে পূজা দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। পূজা দেওয়ার পর জল্পেশ মেলার মাঠে যান। সেখানে গিয়ে জনসংযোগ করেন তিনি। মেলায় বসা দোকানদার ও মেলায় আসা অনেকের সাথে হাত মেলান তিনি। আর জল্পেশ মন্দিরে পূজা দেওয়ার পর এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে নেমে পড়লেন নির্মলবাবু তা এককথায় বলাই যায়। জল্পেশ থেকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় যোগ দিতে তিনি শিলিগুড়ি বেড়িয়ে যান।

এদিন জল্পেশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন,”দল আমার উপর ভরসা করায় আমি দলনেত্রী ও অভিষেক বন্দোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই। জেতার ব্যাপারে আমি আশাবাদী।”

Related Articles