রাজ্যের খবর
Trending
বিধানসভার উপ-নির্বাচনে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বরানগরে, ভগবানগোলায় রেয়াত
Trinamool candidate for Assembly by-election Sayantika Baranagar, concession in Bhagbangola

The Truth Of Bengal : লোকসভা ভোটের সঙ্গেই নির্বাচন হবে দুই বিধানসভা কেন্দ্রে। মুর্শিদাবাদের ভগবানগোলা ও উঃ২৪পরগনার বরানগরে ভোট হবে একইসঙ্গে। সেই উপ-নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ঘোষণা মতো, সায়ন্তিকা ব্যানার্জি দাঁড়াচ্ছেন বরানগরে।
রেয়াত হোসেন সরকার লড়বেন ভগবানগোলায়। বরানগরের বিধায়ক তাপস রায় পদত্যাগ করেছেন। দলবদল করে চলে যান বিজেপিতে।বরানগরের শূন্য আসনে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা। ভগবানগোলায় ইদ্রিশ আলির প্রয়াণে আসন শূন্য হয়।
দুই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা প্রচারে নামতে তৈরি হচ্ছেন।সাংগঠনিক স্তরে তৃণমূল কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে।বরানগরে বিজেপির প্রার্থী সজল ঘোষ ও ভগবানগোলায় ভাস্কর সরকার।দুই দলের প্রতিদ্বন্দ্বীতারা লড়াইয়ের ময়দানে নেমে পড়তে তৈরি।
FREE ACCESS