সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড-এর উদ্যোগে চাকুন্দিতে নজরুলজয়ন্তীতে বৃক্ষরোপণ
Tree plantation on Nazrul Jayanti in Chakundi under the initiative of Save Tree Save World

Truth of Bengal:হুগলি, রাকেশ চক্রবর্তী: আজ ১১ই জ্যৈষ্ঠ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে “সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড”-এর উদ্যোগে হুগলির ডানকুনি থানার চাকুন্দি স্টার ব্যাটারি মোড় টোটো স্ট্যান্ডে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই বিশেষ দিনে স্থানীয় পরিবহন চালক, পরিবেশপ্রেমী নাগরিক ও স্বেচ্ছাসেবীরা একত্র হয়ে সবুজের বার্তা ছড়িয়ে দেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ফলদ ও ছায়াদানকারী গাছের চারা বিতরণ করা হয় এবং সেগুলি টোটো স্ট্যান্ডের আশেপাশে রোপণ করা হয়।
“সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড”-এর পক্ষ থেকে সেখ মাবুদ আলী জানান, “নজরুল ইসলাম শুধুই একজন কবি নন, তিনি এক সামাজিক চেতনার প্রতীক। তাঁর জন্মদিনে প্রকৃতির রক্ষায় এই পদক্ষেপ আমাদের পক্ষ থেকে সবুজ শ্রদ্ধার্ঘ্য।” উপস্থিত টোটো চালকদের পরিবেশ সচেতন করে তোলার লক্ষ্যে ‘সবুজ রক্ষা শপথ’ পাঠ করানো হয়।
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কর্মসূচির আয়োজন করার আবেদন জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও তারা ডানকুনি ও আশেপাশের এলাকায় আরও কয়েকটি সবুজ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবেন।