
The Truth of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদ ও শিয়ালাদা লাইনে ট্রেন নির্ধারিত সময় না আসায় রীতিমতো সমস্যায় পড়েছে ট্রেন যাত্রীরা। ঘন কুয়াশা যার ফলে প্রতিটা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে পাশাপাশি সঠিক সময়ে ট্রেন চলাচল না হওয়ায় রীতিমতো সমস্যায় পড়েছে নৃত্য যাত্রী থেকে অফিসযাত্রী এমনকি হকার রাও।
এছাড়াও সুন্দরবনের হিঙ্গলগঞ্জ সন্দেশখালি হাসনাবাদ হাড়োয়া একাধিক ফেরিচলাচলের ব্যাহত হচ্ছে। যার ফলে রীতিমতো জরুরী পরিষেবা পেতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে সেই ছবি দেখা গেল বসিরহাট স্টেশনে পাশাপাশি হিঙ্গলগঞ্জের লেবুখালী ঘাট নেজাটের কালিনগর ঘাট হাড়োয়ার নাসিরহাটি ফেরিঘাটে সেই ছবি উঠে আসলো তাই দৃশ্যমানতা কম।
ফেরি চলাচল করতে পাচ্ছে না যার ফলে দুর্ভোগের শিকার হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীথেকে অসুস্থ রোগীরা সবমিলিয়ে কখন দৃশ্যমানতা কমবে সেই অপেক্ষায় রয়েছে একদিকে নদী ঘাটের প্রান্তিক মানুষেরা অন্যদিকে হাসনাবাদ ও শিয়ালদা লাইনে ট্রেন যাত্রীরা।