ওভার ব্রিজ তৈরির কাজের জন্য বাতিল হাওড়া লাইনের একাধিক ট্রেন!
Train cancelled in Howrah Burdwan Chord Line

The Truth of Bengal: সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা হাওড়ায়। হাওড়া শাখার ব্যান্ডেল-শক্তিগড় সেকশনের আদিসপ্তগ্রামের কাছে ১২ নম্বর লেভেল ক্রসিংয়ে তৈরি হবে ওভার ব্রিজ। পাশাপাশি সিগন্যাল এবং লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া-বর্ধমান কর্ড শাখা, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, বর্ধমান-হাওড়া শাখা এবং খানা-গুমনি শাখায় আগামী রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে।
শুক্রবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। নিরাপদ ট্রেন চলাচল এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই রক্ষণাবেক্ষণ অতন্ত জরুরি বলে মনে করছে রেল। রক্ষণাবেক্ষণের কাজের জন্য ‘পাওয়ার ব্লক’ থাকবে তাই ওই দিন ট্রেন চলাচল ব্যাহত হবে। আশঙ্কা, রবিবার ছুটির দিন হলেও বহু ট্রেন বাতিলের জেরে ভোগান্তিতে পোহাতে হতে পারে নিত্যযাত্রীদের।
অন্যদিকে, শিয়ালদা শাখায় অফিস টাইমে লাইনচ্যুত লোকাল ট্রেন। দমদম জংশন ষ্টেশনের ৫ নম্বর লাইনে ডাউন কল্যাণী মাঝেরহাট লোকাল লাইনচ্যুত হয়। জানা যাচ্ছে, একটি বগি ট্র্যাকের বাইরে চলে এসেছিল। তবে চালকের তৎপরতার কারণে হতাহতের কোনও খবর নেই। রেলের সূত্রের খবর, দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম ঢুকেছিল ট্রেনটি, কিন্তু প্লাটফর্ম ছেড়ে যাওয়ার সময় চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের পাঁচ নম্বর বগির চাকা লাইনচ্যুত হয়েছে বলে খবর। যার ফলে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ।