বীরভূমে মর্মান্তিক ঘটনা, দীঘির জলে ডুবে মৃত তিন শিশু
Tragic incident in Birbhum, three children drown in pond water

Truth Of Bengal: বীরভূমের নলহাটি থানার বারা গ্রামে খেলা করতে গিয়ে দীঘির জলে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুদের নাম নাসরিন খাতুন (৪), নুরানী খাতুন (৫) এবং তামিম সেখ (৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর বারোটা নাগাদ গ্রামের উত্তরপাড়ার একটি দীঘিতে শিশুদের ভাসতে দেখতে পান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করা হয়, কিন্তু ততক্ষণে তিনজনেরই মৃত্যু হয়েছে বলে জানা যায়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত তারা দীঘির জলে পড়ে গিয়েছিল। একই গ্রামের তিন শিশুর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে নলহাটি-২ ব্লক প্রশাসনের কর্মকর্তারা ও নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।