রাজ্যের খবর

শিলিগুড়িতে পুলিশের জালে মহিষ পাচারকারীর দল, ধৃত ২

Trafficking gang busted by police in Siliguri

Truth Of Bengal: গোপন সূত্রের খবর, শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মহম্মদ বক্স এলাকায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর সেখানে একটি কন্টেনার আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। যদিও পুলিশের তরফ থেকে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। তবে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর উদ্ধার হওয়া মহিষ খোয়ারে পাঠায়।

জানা যায়, ধৃতদের নাম হসরত(৪০) শাকিল (৩৮)। ধৃত দুজনেই উত্তরপ্রদেশের মোজাফর নগর এলাকার বাসিন্দা। ফাঁসিদেওয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কন্টেনার থেকে ২৫ টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে নিয়ে আসা হয়েছিল, আসামে পাচারের উদ্দেশ্যে। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এর পাশাপাশি পুলিশ আরও জানিয়েছেন, গরু ও মহিষ পাচারকারীরা নতুন পন্থা অর্থাৎ, বিভিন্ন ড্রাগ পার্সেল থেকে শুরু করে কন্টেনারের মধ্যে এই প্রাণীগুলিকে পাচার করা হচ্ছে। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Related Articles