মগরাহাটে যানজট নিয়ন্ত্রণের জন্য তৈরি হল ট্রাফিক কন্ট্রোল রুম
Traffic control room set up to control traffic congestion in Magrahat

Truth of Bengal: মগরাহাটবাসীর দীর্ঘদিনের সমস্যা যানজটের সমস্যা। যানজটের জেরবার ছিল মগরাহাটের বাসিন্দারা। রাস্তার দু’ধারে অটো-টোটোর সারি। বসতি বেড়েছে, দোকানপাটও বেড়েছে পাল্লা দিয়ে। সঙ্কীর্ণ পথ আরও সঙ্কীর্ণ হয়েছে। তাতে অবশ্য বিশেষ হেলদোল নেই কারও। প্রতি দিন যানজটে জেরবার হয় মগরাহাট রোড। ঘন্টার পর ঘন্টা যানজটের কারণে দাঁড়িয়ে থাকতে হয় এলাকার বাসিন্দাদের।
মগরাহাট স্টেশন থেকে এক দিকে রাস্তা চলে গিয়েছে কুলপি রোডের দক্ষিণ বারাসত ও বাংলার মোড়ের দিকে। অন্য প্রান্ত গিয়েছে উস্তির দিকে। স্থানীয় বাসিন্দারা জানান, দু’দিকের প্রায় ২০-৩০ কিলোমিটার পাকা রাস্তা বহু বছর আগে তৈরি হয়েছিল। তার পর থেকে আর রাস্তা সম্প্রসারণের কাজ হয়নি। ব্লকের ১৪টি পঞ্চায়েতে প্রায় চার লক্ষ মানুষের বসবাস। নিত্য প্রয়োজনে তাঁদের মগরাহাটে আসতে হয়। মগরাহাটেই স্কুল, কলেজ, হাসপাতাল, রেল স্টেশন, সরকারি-বেসরকারি নানা দফতর। বড় বাজারও এখানেই।
যানজটের সমস্যা মগরাহাটবাসীর নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এই যানজটের সমস্যা থেকে এলাকাবাসীদের মুক্তি দেয়ার জন্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে মগরাহাট এলাকায় খোলা হল ট্রাফিক কন্ট্রোল রুম। ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে মগরাহাট বাজার সংলগ্ন এলাকায় যানজটের উপর করা নিয়ন্ত্রণ রাখছে। মগরাহাটের ট্রাফিক কন্ট্রোল রুমের কর্মরত পুলিশ কর্মীরা। শুধুমাত্র যানজট নিয়ন্ত্রণ নয় মগরাহাট ট্রাফিক কন্ট্রোল রুমের পুলিশ আধিকারিকেরা পথ নিরাপত্তা নিয়েও এলাকার মানুষদের সচেতন করছে। দীর্ঘদিনের সমস্যা থেকে রেহাই পেতে খুশি মগরাহাটের বাসিন্দারা।
এ বিষয়ে মগরাহাট এলাকার বাসিন্দা মীর মোহাম্মদ আলী তিনি জানান, “মগরাহাট এলাকায় ট্রাফিক কন্ট্রোল রুম হওয়াতে দীর্ঘদিনের যানজটের সমস্যা থেকে মুক্তি পেয়েছি আমরা। যানজট আগের মতন আর মগরাহাট এলাকায় হয় না।”
এবিষয়ে ইমতিয়াজ হোসেন বলেন, “মগরাহাটের ট্রাফিক কন্ট্রোল রুম চালু হয়ে অনেক সুবিধা হয়েছে সাধারণ মানুষের। যানজটের কারণে মিনিটের পর মিনিট আর দাঁড়াতে হয় না পথচারীদের। যানজট না থাকার কারণে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারছে রাস্তায় পথচারীরা। মগরাহাটে ট্রাফিক কন্ট্রোল রুম হতে খুশি আমরা দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেয়েছি আমরা।”