জঙ্গী হামলায় পহেলগাঁওতে যাওয়া হয়নি, কপাল জোরে বেঁচেছেন হুগলির পর্যটকরা
Tourists from Hooghly survived the terrorist attack, but did not go to Pahalgaon

Truth of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: হুগলি থেকে ২৫ জনের একটি পর্যটকদের দল কাশ্মিরে গিয়েছিলেন গত ১৬ তারিখে। ২৮ তারিখ তাদের ফেরার কথা ছিল। গতকাল পহেলগাঁওতে জঙ্গী হামলায় তারা হোটেল বন্দী হয়ে পরেছেন।বেরোতে দেওয়া হচ্ছেনা। চুঁচুড়ার একটি ট্যুর সংস্থা থেকে নিয়ে যাওয়া হয় পর্যটকদের। হুগলির চুঁচুড়া, পাণ্ডুয়া , সিমলাগর সহ বিভিন্ন জায়গায় থেকে পর্যটকরা রয়েছেন।
বুধবার শ্রীনগর থেকে দুপুরে পহেলগাঁও পৌঁছে এই পরিস্থিতিতে মধ্যে পড়েন তারা। বর্তমানে পর্যটকরা দুশ্চিন্তার মধ্যে আছেন। কী করে বাড়ি ফিরবেন বুঝে উঠতে পারছেন না তারা। হোটেলের মধ্যেই বন্দী দশা তাদের। পহেলগাঁওতে রাস্তাঘাট থমথমে। সমস্ত দোকানপাঠ বন্ধ।কোন যানবাহন চলছে না। ভারতীয় সেনা রাস্তায় টহল দিচ্ছেন।
পর্যটক জয়ন্ত সমাদ্দার জানান, গত পরশুদিন তাদের বৈসারন ভ্যালিতে যাওয়ার কথা ছিল। কিন্তু জঙ্গি হামলার পর তারা আর সেখানে যেতে পারেননি।কপাল ভালো তারা বেঁচে গেছেন।বর্তমানে তারা হোটেলে বন্দি অবস্থায় রয়েছেন।বাইরে বের হতে দেওয়া হচ্ছে না কাউকে। আমরা ভেবেছিলাম নিচে নেমে যাব। কিন্তু নামতে দেওয়া হচ্ছে না। প্রশাসন থেকে ব্যবস্থা করে তাহলে আমরা নিচে নেমে যাব,বলেন জয়ন্ত বাবু।