রাজ্যের খবর

বিশ্বকর্মা পূজোর অনুষ্ঠানে আদিবাসী নৃত্যে শামিল পর্যটকরাও

Tourists also participate in tribal dances during Vishwakarma Puja

Truth Of Bengal : জলপাইগুড়ি : বিশ্বকর্মা পূজোর অনুষ্ঠানে আদিবাসী নৃত্যে সামিল হলেন ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকরা। মঙ্গলবার রাতে ডুয়ার্সের পর্যটন কেন্দ্র মূর্তিতে ট্যাক্সি এসোসিয়েসনের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে ছিল মাদলের তালে আদিবাসী নৃত্য।

আর এদিন রাতে পাশ্ববর্তী রিসোর্টগুলিতে থাকা পর্যটকরাও এই অনুষ্ঠানে এসে সামিল হয়। পর্যটকদের মাদলের তালে আদিবাসী নৃত্যে পা মেলাতেও দেখা যায়। মূলত মূর্তিতে ঘুরতে আসা পর্যটকদের আনন্দ দেওয়ার জন্যই এই উদ্যোগ বলে পূজো উদ্যোগ তারা জানিয়েছেন।

এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তজমল হক, সম্পাদক সোনা সরকার, পঞ্চায়েত সদস্য অঞ্জলী ওরাওঁ, রাইনি ওরাওঁ, সমাজসেবী বাপন রায় সহ অনেকে। পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য মূর্তিতে আদিবাসী নৃত্যের এই অনুষ্ঠানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল।

Related Articles