রাজ্যের খবর

মিরিকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি, মৃত ২

Tourist car involved in horrific accident in Mirik, 2 dead

Truth Of Bengal: পাহাড়ে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা। মিরিকের গয়াবাড়িতে পর্যটক বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনায় দু’জন পর্যটকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন।

সূত্রের খবর, পর্যটকদের নিয়ে গাড়িটি সুখিয়া থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। মিরিকের গয়াবাড়ি এলাকায় আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে একজন তারকি লামা, যিনি সিমিনা এলাকার বাসিন্দা। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। বাকিদেরও পরিচয় জানার চেষ্টা চলছে।

এত বড় দুর্ঘটনার পেছনে কারণ কী, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পাহাড়ে কয়েকদিন ধরে বৃষ্টি চলায় রাস্তা পিচ্ছিল ছিল। এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছে? নাকি চালক মদ্যপ ছিলেন? পর্যটকেরাও কি মদ্যপ অবস্থায় ছিলেন? সব দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।

এই দুর্ঘটনা আবারও পাহাড়ি রাস্তায় যাত্রী ও পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। প্রশাসন কিভাবে এই সমস্যার সমাধান করবে, সেটাই এখন দেখার বিষয়।

Related Articles