টোটো ছিনতাই করতে বাঁধা, মুর্শিদাবাদে খুন টোটো চালক
Toto driver killed in Murshidabad after being caught stealing a Toto

Truth of Bengal: নতুন টোটো নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে, টোটো চালকের মৃতদেহ মিললো ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জের ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায়। মৃত টোটো চালকের নাম ডালিম শেখের ( ৩০)। বাড়ি ফরাক্কা থানার গোপালনগর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ডালিম শেখ তার নতুন টোটো নিয়ে বাড়ি থেকে বেড়ায়। রাতেও বাড়ি ফেরেনি। তারপর থেকে ডালিমের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিলনা। শুক্রবার সকালে পরিবারের লোকজন খবর পায় সামশেরগঞ্জের ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। এরপর পরিবারের লোকজন পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পরিবারের পক্ষ থেকে মৃতদেহ দেখে সনাক্ত করে এই দেহটি ডালিম শেখের।
জঙ্গিপুর পুলিশ জেলা সুত্রে জানাযায়, যুবকের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করতে ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে যুবকের মৃত্যু হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। মৃতদেহটি উদ্ধারের সময় মাথা এবং শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানাযায়। পুলিশের প্রাথমিক অনুমান, ডালিম তার নতুন টোটোটি ছিনতাই করতে বাঁধা দেওয়ায় তাকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।