মালদায় চার হাজার টাকার জন্য টোটো চালককে পিটিয়ে খুন, আহত ভাই
Toto driver beaten to death for Rs 4,000 in Malda

Truth of Bengal: মালদা জেলার ইংলিশ বাজার থানার অন্তর্গত বাগবাড়ি এলাকায় ফের রক্তক্ষয়ী ঘটনা। মাত্র চার হাজার টাকার জন্য এক টোটো চালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নাম আমির শেখ (৩৫)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ৫২ বিঘা এলাকার বাসিন্দা বোনা শেখের কাছে চার হাজার টাকা পাওনা ছিল আমির শেখের। সেই টাকা চাইতে গেলে বোনা সেখ এবং আরও ৬-৭ জন মিলে আমির শেখকে মাটিতে ফেলে বেধরক মারধর করে।
দাদাকে বাঁচাতে গেলে হামলার শিকার হন তার ভাই সুরাজ সেখও। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আজ সকালে আমির শেখের মৃত্যু হয়। সুরাজ শেখ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের পক্ষ থেকে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।