রাজ্যের খবর
Trending

গরমের হাত থেকে সাময়িক স্বস্তি, মঙ্গল পর্যন্ত ভিজবে দুই বঙ্গ

Today's Weather Update

The Truth Of Bengal: অস্বস্তিকর গরম থেকে সাময়িক স্বস্তি। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে হলুদ সর্তকতা জারি। কোচবিহার আলিপুরদুয়ারে কমলা সর্তকতা। ভারী বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হলুদ সতর্কতা জারি। একটানা বৃষ্টির জেরে তাপমাত্রার বেশ কিছুটা পতন হবে।

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯২ শতাংশ। সোমবার থেকে কলকাতার আবহাওয়ার উন্নতি হতে চলেছে। তবে একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

এই জেলাগুলি হল-উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া।মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Related Articles