নির্বাচনের প্রাক্কালে শান্তিপুরে দেদার বিক্রি “টিএমসি আঙুর” মিষ্টি, লাভের মুখে ব্যবসায়ী
"TMC Grapes" selling Dedar in Shantipur on the eve of elections are sweet, traders face profit

The Truth Of Bengal: নদীয়া, মাধব দেবনাথ: লোকসভা ভোটের প্রাক্কালে নদিয়ার শান্তিপুরে দেদার বিক্রি হচ্ছে, টিএমসি আঙুর। যা কিনতে সাধারণ মানুষের ঢল মিষ্টির দোকানে। মিষ্টি তৈরি করে ব্যবসায় লাভের আশা মিষ্টি ব্যবসায়ীর।
সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর থানার মোর এলাকার ,প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী দিলীপ কুন্ডুর মিষ্টির দোকান ,লোকনাথ মিষ্টান্ন ভান্ডারে লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৈরি করা হয়েছে টিএমসি আঙুর ফল মিষ্টি। ক্ষীর, ছানা এবং ভেষজ রং ব্যবহার করে তৈরি করা হয়েছে এই টিএমসি আঙুর ফল মিষ্টি। যদিও দোকানদার জানাচ্ছেন, লোকসভা ভোটের আগে এই মিষ্টি তৈরি করে তিনি অনেকটাই লাভের আশা দেখছেন। আড়াইশো টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে টিএমসি আঙুর ফল মিষ্টি ।
ক্রেতারা জানাচ্ছেন, “দূরদূরান্তে ছড়িয়ে পড়েছে এই মিষ্টির খোঁজ। তাই আড়াইশো টাকা প্রতি কেজি দরে মিষ্টি কিনে তার স্বাদ উপভোগ করছেন তারা। তবে লোকসভা ভোটের প্রাক্কালে তৃণমূল কর্মী সমর্থকরাই বেশি করে এই টিএমসি আঙুর ফল কিনছেন এমনটাই জানাচ্ছেন দোকানদার। যদিও নতুনত্বের ছোঁয়া রাখতে এবং ভোটের আগে সাধারণ মানুষকে নতুন মিষ্টির স্বাদ উপভোগ করাতেই তাদের এই প্রয়াস বলে জানান দোকানের মালিক।