রাজ্যের খবর

টিনের চাল কেটে সোনার দোকানে চুরি! চুরি গিয়েছে সোনা ও রুপোর অলংকার

Tin roof ripped off gold shop! Gold and silver ornaments stolen

Truth Of Bengal: ফুলবাড়িতে টিনের চাল কেটে সোনার দোকানে চুরি‌। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। দোকানের মালিক সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের জিনিস ওলটপালট অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ তিনি পুলিশে খবর দেন। বর্তমানে ঘটনার তদন্ত করছে পুলিশ।

জানা গিয়েছে এদিন সকালে যখন সোনার দোকানের মালিক দোকান খুলতে আসেন। এরপরেই দোকান খুলে ভিতরে ঢুকতেই দেখতে পান যে দোকানের টিন কাটা অবস্থায় রয়েছে এবং সমস্ত জিনিস ওলটপালট অবস্থায় রয়েছে। তখনই বুঝতে পারেন যে চুরির ঘটনা ঘটেছে।

এরপরেই তিনি তড়িঘড়ি খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ গোটা ঘটনাস্থল পরিদর্শন করে। যদিও দোকানের মালিক জানিয়েছেন যে, দোকানে রাখা সোনা ও রুপোর অলংকার চুরি গিয়েছে। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভিও‌ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন এইরকম ঘটনা আগে কোনদিনও ঘটেনি।

Related Articles