রাজ্যের খবর
Trending

গর্জনে আত্মারাম খাঁচাছাড়া হচ্ছিল পাথরপ্রতিমাবাসীর, অবশেষে স্বস্তি দিয়ে জঙ্গলে ফিরল বাঘ

Tiger returned to forest from patharpratima area

The Truth Of Bengal: অবশেষে জঙ্গলে ফিরে বাঘ। বাঘের গর্জনের আতঙ্কে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাচ্ছিল এলাকার মানুষের। কয়েকদিন লুকোচুরি খেলে জঙ্গলে ফিরে গেল দক্ষিণরায়। জঙ্গল ঘিরে ফেলা হয়েছিল মোটা নাইলন জাল দিয়ে। টোপ দিয়ে খাঁচা পাতা হয়েছিল। কিছুতেই প্রভাবিত হয়নি বাঘ। নিজের মতো জঙ্গলে ফিরে গেল রয়্যাল বেঙ্গল টাইগার।

পাথরপ্রতিমায় বাঘ ধরতে খাঁচা পেতেছিল বন দফতর। সেই খাঁচায় ধরা দেয়নি রয়্যাল বেঙ্গল টাইগার। অবশেষে উপেন্দ্রনগর গ্রাম লাগোয়া জঙ্গলে দাপিয়ে বেড়ানো সেই বাঘ ফিরে গেল জঙ্গলে। আতঙ্কমুক্ত হয়ে স্বস্তি পেল এলাকার মানুষ। কয়েকদিন লুকোচুরি খেলে জঙ্গলে ফিরে গেল দক্ষিণরায়। বাঘ ধরতে জঙ্গল ঘিরে ফেলা হয়েছিল মোটা নাইলন জাল দিয়ে। টোপ দিয়ে খাঁচা পাতা হয়েছিল। কিছুতেই প্রভাবিত হয়নি বাঘ। মঙ্গলবার দুপুরে নিজের মতো জঙ্গলে ফিরে গেল রয়্যাল বেঙ্গল টাইগার। গত একমাস ধরে গ্রামবাসীদের তাড়া করে বেড়াচ্ছিল বাঘের আতঙ্ক। বাঘের ভয়ে চাষবাস, নদীতে মাছ ও কাঁকড়া ধরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল এলাকার মানুষ। বন দফতরের সঙ্গে টায়ার, মশাল জ্বালিয়ে রাত পাহারা দিতে থাকেন এলাকার মানুষ।

প্রথমে পাথরপ্রতিমায় ঠাকুরান নদীর পাড়ে বেঙ্গল টাইগারের পায়ের ছাপ দেখতে পেয়েছিল এলাকার মানুষ। তা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে সেই বাঘের গর্জনে আতঙ্ক বাড়ল। এলাকাবাসীর অবস্থান থরহরিকম্প হয়ে পড়েছিল। বারবার গর্জন করে সেই বাঘ জানিয়ে দিচ্ছিল উপেন্দ্রনগর জঙ্গলে আছে ঘাপটি মেরে। পাহারা শুরু করে বনদফতর। পায়ের ছাপ দেখে এলাকার মানুষের বিশ্বাস হচ্ছিল না যে বাঘ আসতে পারে তাদের এলাকায়। সেই বাঘ এলাকাবাসীর চোখের সামনে দিয়ে খাল পেরিয়ে যায়। বাঘ তাড়ানোর তোড়জোড় শুরু করে বনদফতর। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে সারা রাত নদী বাঁধে বনদফতরের কর্মীদের সঙ্গে এলাকার মানুষরা পাহারা দেয়। সোমবার সকাল থেকে মোটা জাল দিয়ে শুরু হয় জঙ্গল ঘেরার কাজ। মঙ্গলবার টোপ দিয়ে পাতা হয় দুটি খাঁচা। এই আয়োজনের পর ধরা না দিয়ে বাঘটি ফিরে গেল জঙ্গলে। স্বস্তি ফিরল এলাকায়।

Free Access

Related Articles