আজ সংসদে পেশ হতে পারে তিনটি সংশোধনী বিল, পেশ করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী
Three amendment bills may be presented in the parliament today, the home minister may present them

The Truth Of Bengal : আজ শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দু’টি সংশোধনী বিল পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় পেশ হতে চলা বিল দু’টির মধ্যে অন্যতম হল, জম্মু ও কাশ্মীর সংরক্ষণ আইনের সংশোধনী। দ্বিতীয় সংশোধনী বিলটি হল, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন। একই সঙ্গে আজ ধারা ৩৭০ খারিজের বিরুদ্ধে যে একগুচ্ছ মামলা সুপ্রিম কোর্টে হয়েছিল। সোমবার তার রায় ঘোষণা করবে শীর্ষ আদালত। তার আগে এ দিন সকালে কড়া নিরাপত্তা নজরে এল উপত্যকায়।
লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর, ৫ অগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ সুবিধা সংক্রান্ত ধারা ৩৭০ প্রত্যাহার করে কেন্দ্রের এনডিএ সরকার। সেই সঙ্গে উপত্যকায় এক নয়া যুগের সূচনা হয়। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উন্নয়ন এবং সেখানকার নাগরিকদের সুযোগ সুবিধা সংক্রান্ত বেশকিছু আইন পাশ করিয়েছিলেন । এবার সেই আইনের দু’টিতে সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। যার প্রথমটি জম্মু ও কাশ্মীর সংরক্ষণ আইন এবং দ্বিতীয়টি জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন।
লোকসভায় এই দুই আইনের সংশোধনী বিল ইতিমধ্যে পাশ করিয়ে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার । আজ দুপুরে আট দিনের শীতকালীন অধিবেশনে জম্মু ও কাশ্মীর সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল ২০২৩ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংক্রান্ত সংশোধনী বিল ২০২৩ পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যে বিল দু’টি নিয়ে রাজ্যসভা আজ ফের একবার উত্তাল হতে পারে বলে মনে করা হচ্ছে।
FREE ACCESS