বৃষ্টির জেরে ভাসবে এবারের পুজো? কী জানালেন আবহাওয়াবিদ
This year's puja will float due to rain? What did the weatherman say?

Truth Of Bengal: দক্ষিণবঙ্গের জন্য আগামী দুদিন রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। চার তারিখের পর থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। ৪ তারিখে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ৪ তারিখ নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্রের কাছাকাছি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির জেরে ভাসবে এবারের পুজো? কী জানালেন আবহাওয়াবিদ#weather #truthofbengal pic.twitter.com/OK1V3lgcQh
— TOB DIGITAL (@DigitalTob) October 2, 2024
আগামী দুদিন কলকাতার আকাশে আংশিক মেঘলা থাকার কারণে মাঝে মধ্যেই দেখা দিতে পারে বৃষ্টিপাত। আর ৪ তারিখের পর থেকে কমতে পারে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩ তারিখ নাগাদ দার্জিলিং কালিম্পং জেলাগুলির কয়েক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক দিন আকাশ আংশিক মেঘলা থাকার কারণে কিছুটা হলেও তাপমাত্রা কমবে। তবে বাতাসে আদ্রতা থাকার জেরে অস্বস্তিকর গরম বজায় থাকবে। এদিকে আগামী তিন দিন গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সেটাও উত্তর মধ্য বঙ্গোপসাগরে দিকে। এবার পুজোর আগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই জেলাতে পুজোর দিনগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।