রাজ্যের খবর

এই গরমে হাসি ফুটল খুদে পড়ুয়াদের মুখে, স্কুল তাদের জন্য যে কাজ করল

This summer, the smiles on the faces of the young students, the work that the school did for them

The Truth Of Bengal :  শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :– বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য পরিস্রুত পানীয় জলের কোনও ব্যবস্থা ছিল না। বিদ্যালয়ে বিশেষ করে পড়ুয়াদের জন্য তিনটি পরিস্রুত ঠান্ডা জলের মেশিন বসাল শতবর্ষ প্রাচীন বেলদা গঙ্গাধর একাডেমি। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, শিক্ষিকার উদ্যোগে ঠান্ডা পানীয়জলের ব্যবস্থার উদ্বোধন হল। স্কুলের এমন উদ্যোগে সহযোগিতা করেছেন স্থানীয় ব্যবসায়ীরাও।

বিদ্যালয়টি জানাচ্ছে, বিদ্যালয়ে পরিস্রুত পানীয় জল ও ঠান্ডা জলের তেমন কোনও ব্যবস্থা ছিল না। সরাসরি সাবমার্সিবল থেকে জল পেত পড়ুয়ারা। এবার থেকে তারা পরিস্রুত এবং ঠান্ডা জল পাবে। বেলদার ব্যবসায়ী চন্দ্রকান্ত কোটক, প্রভুদয়াল পেড়িওয়াল, সজনলাল আগরওয়ালদের পাশাপাশি বিদ্যালয়ের সহ শিক্ষিকা মীরা দাস পতি, সহকারী প্রধান শিক্ষক বিজন ষড়ঙ্গী এবং বিদ্যালয়ের অপর এক সহ শিক্ষক সুদীপ সরকারের আর্থিক সহযোগিতায় মোট তিনটি মেশিন বসানো হয়েছে। শুধু পড়ুয়াদের জন্য নয়, শিক্ষক – শিক্ষিকাদের জন্যেও স্টাফ রুমেও বসেছে পরিস্রুত পানীয়জলের মেশিন। যার আর্থিক সহযোগিতা করেছেন বিদ্যালয়ের সহ শিক্ষিকা কৃষ্ণা কুইলা বেরা।

এদিন জলের মেশিন উদ্বোধনের পাশাপাশি নতুন করে সাজিয়ে তুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষটিরও উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক ও কয়েকজন ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতায় বিদ্যালয়ে পরিস্রুত পানীয় জলের মেশিন বসায় খুশি পড়ুয়ারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিকচন্দ্র আচার্য বলেন, “পড়ুয়াদের জন্য পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা ছিল না। গরমের দিকেও লক্ষ্য রেখে সকলের সহযোগিতায় ঠান্ডা ও পরিস্রুত পানীয় জলের মেশিন বসানো হয়েছে। পড়ুয়াদের কথা ভেবেই এই উদ্যোগ।”

Related Articles