রাজ্যের খবর
শিশুদের মিড ডে মিলের চাল ও ডিম নিয়ে চম্পট কীর্তিমান চোরের
Thieves who steal children's mid-day meals with rice and eggs

The Truth Of Bengal : প্রাথমিক বিদ্যালয় চুরি। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার খরুন গ্রামের খরুন প্রাথমিক বিদ্যালয়ে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্কুলের অভিভাবকদের মধ্যে।
জানা যায়, প্রত্যেকদিনের মত আজ সকালেও বীরভূমের রামপুরহাট থানার খরুন গ্রামের খরুন প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজন গ্রামবাসী স্কুলে নিজেদের বাচ্চাদের স্কুলে ছাড়তে আসেন। এরপর স্কুল খোলার সময় তারা দেখেন স্কুলের তালা খোলা আর তালা নিচে পড়ে রয়েছে। এরপর গ্রামবাসীরা স্কুলের প্রধান শিক্ষককে সম্পূর্ণ বিষয়টি জানান।
এরপর বীরভূমের রামপুরহাট থানার খরুন গ্রামের খরুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তড়িঘড়ি স্কুলে এসে উপস্থিত হয়। এরপর তিনি পুরো বিষয়টি রামপুরহাট পুলিশ প্রশাসনকে জানান। চুরি হয়েছে তাও আবার ছোট শিশুদের মিড ডে মিলের চাল ডাল ডিম এ সকল জিনিসপত্র।