নদীয়ায় পুলিশের জালে চোর, উদ্ধার দুটি চোরাই বাইক
Thief arrested in Nadia, two stolen bikes recovered

Truth Of Bengal: চুরি হয়ে যাওয়া দুটি মোটরবাইক দুটি পৃথক জায়গা থেকে উদ্ধার হয়। নদীয়ার ফুলিয়া থেকে এই দুটি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ। একটি পাওয়া গিয়েছে বাইক গ্যারেজ থেকে আর অপরটি এক ব্যক্তির কাছ থেকে পাওয়া গিয়েছে।
এদিন চোরকে সঙ্গে নিয়ে চোরাই বাইক উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার পুলিশ ও ফুলিয়া পুলিশ প্রশাসন। সূত্রের খবর, গত কয়েকদিন আগে ফুলিয়ায় একটি বাইক দুর্ঘটনা ঘটে সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে দুর্ঘটনা গ্রস্ত বাইকটি নাদন ঘাট এলাকার এক বাসিন্দার বাইক। পুলিশ সূত্রে জানা যায়, সেই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বাইক চুরির ঘটনায় যুক্ত থাকা যুবকে গ্রেফতার করে নাদন ঘাট থানার পুলিশ।
এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ফুলিয়া এলাকায় সেই বাইকগুলো বিক্রি হয়েছে। এই ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা বা অন্যান্য কোনো চুরি ঘটনা এর সঙ্গে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নদিয়ার কোথা থেকে এই মোটর বাইক দুটি চুরি গেছে, কিভাবে বাইক দুটি চুরি হল তা এখনও পর্যন্ত জানা যায়নি।