কলকাতারাজ্যের খবর

‘এরা অধৈর্য হয়ে গেছে চেয়ারের জন্য’- কেন এ কথা বললেন বিমান বন্দ্যোপাধ্যায়

'They are impatient for the chair' - why did Biman Banerjee say this?

Truth Of Bengal: ‘এরা অধৈর্য হয়ে গেছে চেয়ারের জন্য’। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় মন্তব্য করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধিবেশন কক্ষে যেভাবে বিরোধীদলের বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন তা নিয়েই এই মন্তব্য করেন তিনি।

বারুইপুরের ঘটনার জেরে এদিন ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির বিধায়করা। হাতে কালো কাপড় নিয়ে স্পিকারের চেয়ারের উদ্দেশ্য করে স্লোগান তোলেন। বিধানসভার ভিতরে এভাবে কালো কাপড় নিয়ে বিক্ষোভ দেখানো কার্যত নজিরবিহীন। বিরোধী দলের এই ধরনের বিক্ষোভ সামাল দিতে মার্শাল ডাকতে হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে।

বিরোধীদলের এ ধরনের বিক্ষোভ দেখে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলতে বাধ্য হন, ‘এরা অধৈর্য হয়ে গেছে চেয়ারের জন্য, এখানে এসব করে লাভ নেই।’ এ ধরনের মন্তব্য প্রধানমন্ত্রী একবার সংসদে করেছিলেন রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে এ ধরনের মন্তব্য করেন।

বিরোধী বিধায়কদের এই নজিরবিহীন বিক্ষোভের জেরে নিরাপত্তা বাড়ানো হয় বিধানসভায়। বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের এই আচরণে ক্ষুব্ধ। গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ না করে বিধানসভায় এই নজিরবিহীন বিক্ষোভ দেখিয়ে গরিমা নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয় শাসকদলের পক্ষ থেকে।

এই নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘আপনার চেয়ারকে কেন্দ্র করে যারা কালো পতাকা দেখায়, আপনাকে যারা মর্যাদা দেয় না তারা এই ধরনের সরকারি বিল নিয়ে কি বলবে। ‌স্বাস্থ্য পরিষেবা, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সরকারি পরিষেবা নিয়েছে যারা ওদের সমর্থন করেন। ‌একটা গুরুত্বপূর্ণ বিল যেখানে উত্থাপিত হচ্ছে সেখানে এই ধরনের কাজ ও পতাকা দেখানো ওদের কি সাজে? চিৎকার করে আপনার চেয়ারের দিকে আওয়াজ তুলছে। মানুষ আমাদের পাঠিয়েছে। যা করছে ওরা অত্যন্ত ঘৃন্য কাজ’।

Related Articles