রাজ্যের খবর

“শিল্পের জমিতে প্রোমাটারি নয়, শিল্প হবে”, সমাজ মাধ্যমে সরব সাংসদ সাোমিত্র খাঁ

"There will be industry, not pro-materials on industrial land," MP Soumitra Khan said on social media

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: শিল্পের নামে জমি অধিগ্রহণ হলেও সেখানে শিল্প স্থাপনের বদলে এখন চলছে জমি প্লট করে প্রোমোটারি ব্যবসা। এই পরিস্থিতিতে সরব হয়েছেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে স্পষ্ট জানিয়েছেন, “শিল্পের জমিতে প্রোমাটারি নয়, শিল্প হবে।”

এই ঘটনা ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের দেশবাধ সংলগ্ন এলাকায়। প্রায় ৪ দশক আগে, বাম আমলে এই অঞ্চলে ৩৫০ বিঘার বেশি জমিতে একটি সার কারখানা তৈরি করা হয়েছিল। সেই সময় এলাকার বহু কৃষক শিল্পের আশায় স্বেচ্ছায় বা বাধ্য হয়ে নিজেদের জমি সরকারকে দিয়েছিলেন। কিন্তু কিছু বছরের মধ্যেই সেই কারখানা বন্ধ হয়ে যায় এবং গোটা জমিটি পড়ে থাকে পরিত্যক্ত অবস্থায়।

এখন অভিযোগ উঠেছে, সেই পরিত্যক্ত জমিতে প্রোমোটাররা সক্রিয় হয়ে উঠেছেন, এবং একাংশ জমি প্লট করে বিক্রি শুরু করেছেন। এতে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় জমিদাতা কৃষকরা। তাঁদের বক্তব্য, যদি সেই জমি শিল্পের জন্য না ব্যবহৃত হয়, এবং প্রোমোটারি হয়, তবে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

এই বিষয়টি সামনে আসতেই সাংসদ সৌমিত্র খাঁ কড়া ভাষায় জানিয়েছেন, এই অনৈতিক প্রক্রিয়া চলতে দেওয়া হবে না। শিল্পের নামে নেওয়া জমিতে প্রকৃত শিল্প স্থাপন করতে হবে। তিনি আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করবেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপও নিতে পারেন।

এই ঘটনায় এলাকার রাজনৈতিক ও সামাজিক মহলেও আলোড়ন ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, শিল্প হলেই কর্মসংস্থান হবে, আর প্রোমোটারি হলে তার কোনও দীর্ঘমেয়াদি সুফল নেই। ফলে জমিদাতাদের ন্যায্য অধিকার ও আস্থার প্রশ্নে এই আন্দোলন আগামী দিনে আরও জোরদার হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

এটি শুধুই একটি জমির ব্যবহার পরিবর্তনের ঘটনা নয়, এটি একাধিক কৃষক পরিবারের স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি। এখন দেখার, সরকার ও প্রশাসন কী পদক্ষেপ নেয় এবং আদৌ কি শিল্পের সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়, নাকি জমি চলে যায় শহরায়নের অতৃপ্ত পেটের খাদ্য হয়ে।

Related Articles