রাজ্যের খবর

বাংলায় তৃণমূলের সঙ্গে প্রধান লড়াই বিজেপির, আউশগ্রামে প্রচারে তোপ বিজেপিকে

There is no one to fight against the BJP except the Trinamool

The Truth of Bengal: তৃণমূল কংগ্রেস ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়ার আর কেউ নেই। কংগ্রেস-সিপিএম বরাবরই বিজেপির বন্ধু হিসেবে কাজ করছে। তাঁরা গোপন সমঝোতা করে চলছে। বাংলায় তৃণমূলের সঙ্গে প্রধান লড়াই বিজেপির। বুধবার দলীয় প্রার্থীর হয়ে আউশগ্রামে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় তিনি বিজেপির গায়ের জোরে মুখ বন্ধের বিরুদ্ধে মুখর হন। তাঁর তোপ,বিজেপি সংসদে কাউকে বলতে দেয় না।

বিজেপির ভাগাভাগি রোখার বদলে এই রাজ্যের সিপিএম-কংগ্রেস তলে তলে তাঁদের জেতানোর চেষ্টা করছে বলেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বিজেপিকে ভাঁওতাবাজ,জুমলাবাজ বলেও কটাক্ষ করেন তিনি। এবার মোদি সরকারে এলে দেশের একতা,সংহতি থাকবে না,থাকবে না সাংবিধানের অধিকার,সেই বার্তাও বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।

সংসদ থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদের গায়ের জোরে বের করে দেওয়া হয়েছে।মুখবন্ধ করতে জেলেও ভরে দিচ্ছে বলে সোচ্চার হন তৃণমূল কংগ্রেস।এমনকি বিজেপির বিরুদ্ধে ভোট দিলে জেলে ভরে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।তাই কণ্ঠরোধের রাজনীতিকে পরাস্ত করার জন্য একমাত্র তৃণমূলকেই বেছে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তৃণমূল নেত্রী।

Related Articles