রাজ্যের খবর

সোনারপুরের রাধানগরে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ ও বম্ব স্কোয়াড

There is excitement in the area due to bomb recovery in Sonarpur's Radhanagar. Police and bomb squad of Narendrapur police station at the spot

The Truth of Bengal, জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী , দক্ষিণ 24 পরগনা : সোনারপুরের রাধানগরে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । রাধানগরের উত্তরপাড়ায় অজয় মন্ডল নামে এক ব্যক্তির বাড়ির পাঁচিলের উপর একটি বিশাল আকারের বোমা পাওয়া যায়। আজ সকালবেলা বাড়ির লোক উঠে দেখতে পান যে পাঁচিলের উপরে একটি বিশাল বড় বোমা রাখা রয়েছে। আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকসহ এলাকাবাসী।

বাড়ির মালিক অজয় মণ্ডল আতঙ্কিত হয়ে ফোন করে সোনারপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সন্দীপ কুমার দাস কে, সেই সঙ্গে খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায় । নরেন্দ্রপুর থানার পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে দেয় দড়ি দিয়ে। যে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আপাতত এই রাস্তায় যান চলাচল ও যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে । খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। বোম স্কোয়াডের বিশেষ দল ঘটনাস্থলে এসে পৌঁছে বোমাটিকে প্রথমে পর্যবেক্ষণ করে, এবং অত্যন্ত সাবধানতার সাথে বোমাটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে বোম স্কোয়াডের আধিকারিকরা।

Related Articles