রাজ্যের খবর

সিউড়ির হাটজন বাজার এলাকায় লটারির দোকানে দুঃসাহসিক চুরি!

There is a lot of excitement in the case of theft in the area adjacent to the Hatjon Bazar railway gate in Siuri

Truth Of Bengal: সিউড়ির হাটজন বাজার রেল গেট সংলগ্ন এলাকায় এক লটারির দোকানে চুরির ফলে বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা। সংশ্লিষ্ট দোকানের সিসিটিভি ফুটেজে সেই চুরির ঘটনা পরিলক্ষিত হচ্ছে। গতকাল রাতে ওই বাজার নিঝুম-নিস্তব্ধ ঠিক ওই সময় এক দুষ্কৃতী সেখানে আসে। প্রথমে পরিস্থিতি উপলব্ধির চেষ্টা করে তারপর নিজের কাজে হাত দেন।

ক্যামেরার ফুটেজে দেখা যায় ওই যুবক নির্ভয়ে এগিয়ে যায় লটারির দোকানের ক্যাশ বাক্সর দিকে। রাস্তা দিয়ে ওই সময় মালবাহী যান চলাচল করে গতকালও তাই করছিল। সামনে দাঁড়িয়ে থাকা লড়ির তোয়াক্কা না করে সে লটারির দোকানের ক্যাশ বাক্স খোলে। তারপর ওই দুষ্কৃতী সেখান থেকে মোটা অঙ্কের অর্থ সরিয়ে নেয়।

সকালে মালিক দোকানে আসতেই এই ঘটনার কথা জানতে পারেন। আশেপাশের দোকানদারদের তিনি এই চুরির খবর জানান। ফলত সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। এই ঘটনার ফলে আতঙ্কে রয়েছেন ওই বাজার এলাকার অন্যান্য ব্যবসায়ীরা।

Related Articles