রাজ্যের খবর

কালী মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকা সহ গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা

Theft in Kali temple

The Truth of Bengal: সোনার দোকানে চুরির পর এবার মন্দিরে চুরি। কালী মন্দিরের তালা ভেঙে প্রতিমার আড়াই লক্ষ টাকা গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এমনই অভিযোগ। ঘটনাটি ঘটে বারুইপুর থানার ধপধপি 2 পঞ্চায়েত এলাকায় কালী মন্দিরে।

শনিবার সকালে ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রসঙ্গত, কয়েক দিন আগে ধপধপি স্টেশনের কাছে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছিলো। মন্দিরের সেবাইত বলেন, শুক্রবার রাতে আরতি করে তালা দিয়ে চলে যাই, তারপর সকালে এসে দেখি মন্দিরের গেটের তালা ভাঙা।

প্রতিমার সোনার জিভ সহ গয়না সব খোয়া গিয়েছে। বারুইপুর থানায় অভিযোগ জানানো হচ্ছে। পুলিশ এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছে।

Related Articles