রাজ্যের খবর
Trending

সোনার দোকানের দেওয়াল কেটে চুরি ,তদন্তে পুলিশ

Theft by cutting the wall of the gold shop, police investigate

The Truth Of Bengal: বৃহস্পতিবার গভীর রাতে সোনার দোকানের পাকা দেওয়াল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বারাবনি এলাকায়।আতঙ্কে রয়েছে স্থানীয় সমস্ত দোকানদাররা। ঘটনাটি ঘটেছে বারাবনি থানার অন্তর্গত আমডিয়া মোড়ের শান্তি জুয়েলারি নামক এক সোনার দোকানে।

দোকানের মালিক সুনীল কুমার পাত্র জানিয়েছেন তারই সোনার দোকানের পেছনের দেওয়াল কেটে চুরি করেছে দুষ্কৃতীরা।তিনি আরো জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান।শুক্রবার সকালে এসে দোকান খুলে দেখেন যে তার দোকানের পেছনের দেওয়াল কাটা এবং দোকানে থাকা যে লকার রয়েছে সেটিও কাটা অবস্থায়।সব জিনিস লন্ডভন্ড হয়ে রয়েছে।সাথে সাথে খবর দেওয়া হয় বারাবনি থানার পুলিশকে।ঘটনাস্থলে বারবনি থানার পুলিশ এসে পৌঁছায়।

দোকানে কয়েক ভরি রুপো ও কিছু সোনার নাকের গয়না চুরি করে চম্পট দুষ্কৃতীরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকার উপরে। ঘটনায় বরাবনি থানায় অভিযোগ করেছেন সোনার দোকান মালিক সুনীল কুমার পাত্র।অন্যদিকে লাগাতার চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় সমস্ত দোকানদাররা।তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Free Access

Related Articles