
The Truth Of Bengal : মালদা:- শুক্রবার পুকুরে ভাসমান একটি যুবকের মৃতদেহ উদ্ধার করতে এসে আঁতকে ওঠেন পুলিশ সহ এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার অন্তর্গত পুরাতন মালদার নারায়নপুরের জাতীয় সড়কের ধারে একটি পুকুর থেকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, শুক্রবার এক যুবকের ভাসমান দেহ পুকুরে দেখতে পায় এলাকার স্থানীয় বাসিন্দারা। এরপর ওই মৃতদেহ দেখতে ভিড় জমায় এলাকাবাসীরা। প্রায় দেড় ঘণ্টা ওভাবেই ওই যুবকের দেহ ভাসতে থাকে পুকুরের জলে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। তাঁরা ঘটনাস্থলে পৌঁছেই প্রথমে দেহ উদ্ধার করার জন্য হরিজনকে সাথে নিয়ে আসে। কিন্তু দেহ উদ্ধার করতে গিয়েই আঁতকে ওঠেন পুলিশ। এবারে সবাই হয়তো ভাবছেন কি এমন হল যার কারনে মৃতদেহটি দেখে পুলিশের একেবারে চক্ষু চড়কগাছ। আসলে পুলিশ এবং হরিজন দেহটি উদ্ধার করতে গিয়ে দেখেন ওই যুবক জীবিত রয়েছে।
ওই যুবককে জীবিত দেখে স্থানীয় লোকজনও অবাক হয়ে যান। কি করে দেড় থেকে দুই ঘন্টা পুকুরের জলের মধ্যে বেঁচে থাকল ওই যুবক? যদিও এখন পর্যন্ত ওই যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর ধারণা সম্ভবত মানসিক ভারসাম্য কিংবা মাদকাসক্ত থাকতে পারে ওই যুবক। উদ্ধারের পর ওই যুবক সকলের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।