রাজ্যের খবর
Trending

মঙ্গলবারেই সন্দেশখালি যাচ্ছে তৃণমূল প্রতিনিধি দল

The Trinamool delegation is going to Sandeshkhali on Tuesday itself

Bangla Jago Desk : সন্দেশখালি কান্ডে রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। জারি রয়েছে ১৪৪ ধারা। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালির হাওয়া। এবার এসবের মধ্যেই আজ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যাচ্ছে সন্দেশখালি। তবে ১৪৪ ধারা জারি থাকার কারণে বাইরে থাকা এলাকায় গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন।

জানা যাচ্ছে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ওই প্রতিনিধি দলে থাকবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোকে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে।

এছাড়া ১৪৪ ধারা প্রত্যাহারের পর সন্দেশ খালিতে শান্তিসভা করবে তৃণমূল কংগ্রেস। ওই সভায় থাকবেন পার্থ ভৌমিক, রথীন ঘোষ, নারায়ণ গোস্বামী, ব্রাত্য বসু, তাপস রায়, সুকুমার মাহাতো, নির্মল ঘোষ এবং সুজিত বসু।

 

FREE ACCESS

 

 

Related Articles