রাজ্যের খবর
আর্লি ভোটিংয়ের ট্রেন্ড অব্যাহত বাংলায়, সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৩৩শতাংশ
The trend of early voting continued in Bengal, with about 33 percent voter turnout till 11 am

The Truth of Bengal: সকাল সকাল ভোট দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বাংলায়।এরাজ্যে সকাল ৯টায় ভোট পড়ে প্রায় ১৬শতাংশ। আর বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩শতাংশ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে,মালদহ উত্তরে ৩১.৭৩ শতাংশ, মালদহ দক্ষিণে- ৩৩.০৯ শতাংশ,জঙ্গিপুরে ৩৩.৮১শতাংশ এবং মুর্শিদাবাদে
– ৩২.৭২শতাংশ ভোট পড়েছে।অন্যদিকে মুর্শিদাবাদেরই ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে ২৯.৩৯শতাংশ।তাপমাত্রা কিছুটা কম থাকায় এবার ভোটদানের হার আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।গণতন্ত্রের উত্সবকে সর্বাঙ্গসুন্দর করতে কমিশনের তরফ সমস্তরকম ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।