রাজ্যের খবর
Trending

৫৯ লক্ষ শ্রমদানকারী মানুষকে ২৬৫১ কোটি টাকা ব্যয়ে মজুরি প্রদান করবে রাজ্য

The state will pay wages to 59 lakh laborers at a cost of Tk 2651 crore

The Truth Of Bengal : ২বছরের বেশি সময় ধরে  ১০০দিনের মজুরি দেয়নি কেন্দ্র। কাজ করেও মেলেনি অর্থ। সেই ৫৯ লক্ষ শ্রমদানকারী মানুষকে টাকা দিচ্ছে  বাংলার সরকার। রাজ্য সরকার তাঁদের শ্রমের মর্যাদা দেওয়ায় খুশি জবকার্ড হোল্ডাররা। অন্যান্য জেলার মতোই হুগলির খেটে খাওয়া মানুষ বকেয়া মজুরিতে সংসারের হাল ফেরাতে চান।

কেউ রাস্তা সংস্কার করেছেন। কেউ পুকুর কেটে এলাকার জলাশয়ের গভীরতা বাড়িয়েছেন। মাথার ঘাম পায়ে ফেলেও মেহনতের মর্যাদা পাননি। কাজ করিয়েও টাকা দেওয়ার দায় নেয়নি কেন্দ্র। ২বছরের বেশি সময় ধরে শ্রমের মজুরি না মেলায় অতিকষ্টে দিন কাটাতে হয় রাজ্যের জবকার্ড হোল্ডারদের। কেন্দ্র বারবার টিম পাঠিয়েও ধরতে পারেনি কোথায় বেনিয়ম হচ্ছে। তবু কেন্দ্র দেয়নি ১০০দিনের কাজের মজুরি বাবদ প্রায় সাড়ে ৭হাজার কোটি টাকা। মেহনতি মানুষের কষ্টের জীবনযুদ্ধে স্বস্তি দিতে এগিয়ে আসে প্রশাসন।

বঞ্চনার অবসান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২বছরের বেশি সময় ধরে বঞ্চিত হয়ে আছেন জবকার্ড হোল্ডাররা। কেন্দ্রের অবহেলার মাঝে শ্রমের সম্মান প্রদান রাজ্যের। ১০০দিনের কাজের শ্রমিকদের মজুরি প্রদান প্রশাসনের। বকেয়া মজুরি প্রদান করছে বাংলার  সরকার। প্রায় ৫৯লক্ষ শ্রমদানকারীকে ২,৬৫১কোটি টাকা প্রদান। এই  রাজ্যের বঞ্চিতরা পাচ্ছে বকেয়া টাকা। ১মার্চের মধ্যে বকেয়া প্রদানের কাজ সম্পূর্ণ হবে। রাজ্যের নানা অংশের মতোই ১০০দিনের কাজের মজুরি পেলেন হুগলির শ্রমিকরা। মগড়া ১ গ্রাম পঞ্চায়েতের শ্রমিকরা টাকা পেয়ে খুশি।আনন্দের বাঁধ ভাঙছে,সবার মুখে ফুটছে হাসি।

কেন্দ্রের দায়িত্ব ছিল একশ দিনের কাজের টাকা দেওয়া।কিন্তু তারা সেই দায়িত্ব পালন করেনি।এখন রাজ্য বকেয়া টাকা মেটাল।   টাকা পেয়ে সংসারের হাল ফেরানোর কথা ভাবছেন শ্রমিকরা। হুগলির মগড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রঘুনাথ ভৌমিক  জানিয়েছেন,২০২১-২২ ও ২০২২-২৩ অর্থ বর্ষের একশ দিনের কাজের টাকা বকেয়া ছিল শ্রমিকদের।মগড়া ১ পঞ্চায়েতের ৮৮০ জন শ্রমিকের মোট ৩১ লক্ষ টাকা বকেয়া টাকা একাউন্টে ঢুকছে।তাই আর্থ-সামাজিক গতি থমকে দেওয়ার কেন্দ্রের চক্রান্ত   ব্যর্থ হল বলে তৃণমূল নেতৃত্ব মনে করছেন।

 

FREE ACCESS

Related Articles