মিলছে না গঙ্গামাটি, মাথায় হাত মৃৎশিল্পীদের
The soil of the Ganges is not suitable for restrictions

The Truth of Bengal: বিধি নিষেধের জন্য মিলছে না গঙ্গার মাটি। ফলে মাথায় হাত প্রতিমা শিল্পীদের। পুজোর এখন অনেক দেরি থাকলেও পটুয়াপাড়ায় কাজের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। এমন অবস্থায় মিলছে না গঙ্গামাটি। আসানসোলের মহিশীলার কুমোরটুলিতে গিয়ে দেখা গেল প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আক্ষেপ করছেন অন্যতম উপকরণ গঙ্গামাটি না পেয়ে।
রথযাত্রা পার হতেই শুরু হয়ে গিয়েছে বাঙালির দিন গোনা। পুজোর দিন এগিয়ে আসছে। বিভিন্ন বড় পুজো উদ্যোক্তারা খুঁটি পুজোর মাধ্যমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কিন্তু প্রতিমা শিল্পীরা পড়েছেন বিশাল চিন্তায়। প্রশাসনের কড়া মনোভাবের কারণে দেখা দিয়েছে গঙ্গামাটির অভাব। ফলে প্রতিমা তৈরি নিয়ে চিন্তা বেড়েছে মৃৎশিল্পীদের। আসানসোলের মহিশীলার কুমোরটুলিতে গিয়ে দেখা গেল, প্রতিমা তৈরির কাজ চলছে ধীর গতিতে। সময়ের মধ্যে কী ভাবে তাঁরা কাজ শেষ করবেন, তা নিয়ে এখন থেকেই চিন্তায় পড়েছেন। মৃৎশিল্পীরা জানাচ্ছেন, দুর্গা মূর্তি তৈরি করতে অবশ্যই প্রয়োজন হয় গঙ্গা মাটির। কিন্তু নদী থেকে মাটি, বালি তোলা নিয়ে প্রশাসন একাধিক কড়া পদক্ষেপ করেছে। যার সরাসরি প্রভাব পড়েছে জেলার কুমোরটুলিতে। কাঠামো তৈরির শুরুতেই গঙ্গা মাটি দেওয়ার নিয়ম রয়েছে। তাছাড়াও বিভিন্ন বনেদি বাড়ির পুজো এবং পুরানো পুজোর প্রতিমাগুলিতে গঙ্গামাটি দিতে হয়। কিন্তু এই মাটি প্রশাসনের কড়া মনোভাবের জন্য পাওয়া যাচ্ছে না বলে মৃৎশিল্পীরা দাবি করছেন। যেহেতু পুজো এগিয়ে আসছে, তাই এই বিষয়টি চিন্তা বাড়িয়েছে শিল্পীদের।
ইতিমধ্যেই প্রতিমা তৈরির অর্ডার পেয়েছেন মৃৎশিল্পীরা। এখন ধর গতিতে চলছে কাজ। দিন এগিয়ে আসার সঙ্গে কাজের গতি বাড়বে। এলাকায় গঙ্গার মাটি সরবরাহ করেন কিছু মানুষ। বিধি নিষেধের জন্য সরবরাহকারীরা সেই মাটি দিতে পারছেন না। তাই মৃৎশিল্পীদের আশঙ্কা, যদি গঙ্গা মাটি পেতে তাদের দেরি হয়, তা হলে দাম অনেকটা বাড়তে পারে। সে ক্ষেত্রে প্রতিমার দামও বেড়ে যেতে পারে।