ধান কাটার মরশুমে দক্ষিণ দামোদর এলাকায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
The risk of accidents is increasing in the South Damodar area during the paddy harvesting season.

Truth of Bengal: ধান কাটার মরশুম চলছে জোর কদমে। মাঠ থেকে ধান তুলছেন চাষিরা। হারভেস্টার মেশিনের ধান কেটে ট্রাক্টরে করে মাঠ থেকে খামারে তুলছেন কৃষকরা বিভিন্ন জায়গায় । আর এই মরসুমে ভয়ানক বিপদ তৈরি হচ্ছে গ্রামীণ রাস্তায়। মাঠ থেকে হারভেস্টার মেশিন বা ট্রাক্টার যখন মূল সড়কে উঠে আসছে চাকার সঙ্গে চলে আসছে কাদামাটি। আর বৃষ্টির জলে ভয়ংকর বিপদ তৈরি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উপরে। এমনটাই বলছেন সাধারণ মানুষজন।
পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায় রায়নার খালের পুল মাছখাণ্ডা বেলসর এই বাদশাহী সড়কে ভয়ানক বিপদ । অসতর্ক হলেই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল রাতে কয়েক পশলা বৃষ্টির পর আজ সকাল থেকে আরো ভয়াবহ হয়েছে পরিস্থিতি। প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তার বিপদজনক অবস্থা কাদা মাটির আস্তরণ পড়ে পিচ্ছিল হয়ে গিয়েছে । পাকা রাস্তায় সাইকেল মোটরসাইকেল বা টোটো নিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে । পিছল পথে আছড়ে পড়ে আঘাতপ্রাপ্ত হচ্ছেন অনেক জন যাতায়াতকারী। পাকা রাস্তায় যেভাবে মাটির আস্তরণে ঢাকা পড়েছে। তার পাশাপাশি কয়েক পশলা বৃষ্টিতে যা পিচ্ছিল হয়েছে এই মূল সড়ক তারপরে বিপদ বেড়েছে।
প্রতিদিন এই বাদশাহী সড়ক দিয়ে প্রচুর মানুষজনের যাতায়াত। বর্ধমান শহরে আসার জন্য দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকার মানুষজন এই রাস্তাকে ব্যবহার করেন। কিন্তু যেভাবে পরিণতি হয়েছে রাস্তার তার জেরে বিপদ মারাত্মক আকার ধারণ করেছে। মাঠের মাটি এসে ঢেকে দিয়েছে পিচের রাস্তা। ইতিপূর্বে একাধিকবার পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েতের তরফ থেকে চাষীদের কে সতর্ক করা হয়েছে। হারভেস্টার মেশিন বা ট্রাক্টার নিয়ে যখন মাঠ থেকে মূল সড়কে উঠছেন যাতে চাকায় লেগে থাকা মাটি পরিষ্কার করে দেন সে বিষয়ে বারবার জানানো হয়েছে। কিন্তু তবুও যানবাহনের চালক থেকে শুরু করে চাষীদের উদাসীনতার ফলে ধান কাটার মরশুমে গ্রামীণ রাস্তায় ভয়াবহ বিপদ।