রাজ্যের খবর
খাবারের লোভে লোকালয়ে হানা অজগরের! প্রায় দোতালা বাড়ির সমান অজগরের হদিশে সাংঘাতিক কাণ্ড
The python attacked the place for the greed of food! Almost as big as a two-storied house, there is a deadly case in the whereabouts of the python

The Truth Of Bengal : জলপাইগুড়ি : আবারো লোকালয় থেকে বিশালাকার অজগর উদ্ধার। শুক্রবার দুপুরে ধূপগুড়ি মহকুমার সোনাখালী সংলগ্ন চামরাগুদাম এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে। জানা গেছে, খাবারের লোভে এদিন অজগরটি একটি ছাগলকে আক্রমণ করে। ছাগলের চিৎকারে স্থানীয়দের নজরে আসে অজগরটি। খবর ছড়িয়ে পড়তেই অজগর দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ।
খবর দেওয়া হয় বন দফতর এবং পরিবেশপ্রেমীদের। খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় পরিবেশপ্রেমী অনিকেত চক্রবর্তী এবং বনকর্মীরা। এরপর অনিকেত চক্রবর্তী এবং বন কর্মীরা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় প্রায় ১২ ফুটের অজগরটিকে বাগে আনে।এরপর ওই এলাকা থেকে অজগরটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ছাগলটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।