১১২ ফুটের দুর্গা প্রতিমা নিয়ে হাই কোর্টের শুনানির দিকে তাকিয়ে পুজো কমিটি
The puja committee approached the High Court regarding the 112 feet Durga idol, hearing on Thursday

Truth Of Bengal: আর কিছু দিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেদিকেই মুখিয়ে আছে বাঙালি। আর তার জেরেই জোড় কদমে কাজ চলছে প্যান্ডেলে প্যান্ডেলে। প্রতিমা ও প্যান্ডেলের অভিনব কারুকার্যে দর্শকদের চমকে দিতে ব্যস্ত সমস্ত পুজো কমিটি। এর মাঝেই দুর্গা প্রতিমা তৈরি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় নদীয়ার রানাঘাটের অভিযান সংঘ।
এবছরের পুজোয় দর্শকদের ১১২ ফুট উচ্চতার এক দুর্গা প্রতিমা উপহার দেবেন বলে ঠিক করেছিলেন তাঁরা। কিন্তু নানা দিক ভেবে সেই কমিটিকে অনুমতি দেননি পুলিশ। রানাঘাটার ওই পুজো উদ্যোক্তারা অনুমতি না পাওয়ায় পুলিশের সিদ্ধান্তকে বিপক্ষে হাই কোর্টে যান। কলকাতা হাই কোর্ট ওই মামলার জেরে বুধবার নদিয়ার জেলাশাসককে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।
নদীয়ার জেলা শাসকের সিধান্তের উপর ভিত্তি করে পরবর্তী নির্দেশ দেবে হাই কোর্ট। বর্তমানে সেই নির্দেশ অনুযায়ী দর্শক সমাজ ও পুজো উদ্যক্তরা সে তাকিয়ে রয়েছে জেলা শাসক ও হাই কোর্টের রায়ের দিকে। এবার দেখার, ১১২ ফুট দুর্গা ও তার প্যান্ডেলের বিষয় নিয়ে শেষ পর্যন্ত ঠিক কী সিধান্তে উপনীত হয় হাই কোর্ট।