আবারো পাচারের ছক বানচাল করল পুলিশ, উদ্ধার ২১ কেজি গাঁজা
The police foiled the smuggling plan again, recovered 21 kg of ganja

Truth Of Bengal: ফের একবার পাচারের ছক বানচাল করল পুলিশ। মাদক পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির তিন বাত্তি মোর এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
এরপর সেখানে দুই যুবককে দেখে সন্দেহ হয় এবং ওই দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাজা। এরপরেই ওই দুই যুবককে জিজ্ঞাসা বাদ করতে বেরিয়ে আসে আসল তথ্য। দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম লিটন ওরাও, জামির হোসেন। দুজনেই কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা।
নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা কোচবিহারের দিনহাটা থেকে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। দুই যুবক ক্যারিয়ারের কাজ করছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃত দুজনকেই জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এর পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে।