মেয়রকে দেখে কান্নায় ভেঙে পড়লেন যাত্রী
The passenger burst into tears after seeing the mayor

The Truth Of Bengal : সোমবার সকালে দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে দুপুর নাগাদ দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দেয় শিয়ালদহের অভিমুখে। রাত তিনটের ১৬ মিনিট নাগাদ ১৩ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রীদের চোখে মুখে তখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। প্ল্যাটফর্মে তখন দাঁড়িয়ে মেয়র ফিরহাদ হাকিম, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, শিয়ালদা শাখার ডিআরএম দীপক নিগম, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
মেয়রকে দেখে কান্নায় ভেঙে পড়লেন যাত্রী, বুকে জড়িয়ে সান্তনা ফিরাদের pic.twitter.com/VjGxRIuTRc
— TOB DIGITAL (@DigitalTob) June 18, 2024
দুর্ঘটনাগ্রস্থ কাঞ্চনজঙ্ঘার যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে আগেই শিয়ালদহ স্টেশনের বাইরে বাস পরিষেবার ব্যবস্থা রেখেছিল রাজ্য পরিবহন দপ্তর দফতর। যাত্রীদের জন্য জল ও খাবারের বন্দোবস্ত করেন মেয়র ফিরহাদ হাকিম। ট্রেন প্লাটফর্মে ঢুকতেই ট্রেন থেকে নেমে এসে মেয়রকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন এক যাত্রী। ক্ষমতা থাকছে প্রাণী বেঁচে ফিরেছেন তখনও তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ওই যাত্রীকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন মেয়র ফিরহাদ।