রাজ্যের খবর

পুকুর ভরাট আটকালো পঞ্চায়েত, আগের অবস্থায় ফেরানোর উদ্যোগ

The panchayat stopped filling the pond

The Truth of Bengal: সাদা বালি ফেলে ভরাট করা হচ্ছিল পুকুর। এলাকার মানুষকে নিয়ে অসাধু চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান পরিবেশকর্মীরা। তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত আসরে নেমে বন্ধ করে দিল পুকুর ভরাট। হাওড়ার সাঁকরাইল ব্লকের ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ন’কাটা বাগান এলাকায় প্রায় ভরাট হয়ে যাওয়া পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত।

পুকুর ভরাট একেবারেই রেয়াত করা হবে না। একাধিকবার এমন হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুকুর ভরাটের সঙ্গে যারা যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে পুলিশকে কড়া হওয়ার নির্দেশও তিনি দিয়েছেন বারবার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কড়া পুলিশ-প্রশাসন সতর্ক নজর রাখছে সর্বত্র। তেমন ঘটনা ঘটলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এখন আগের থেকে অনেক কমেছে পুকুর বা জলাশয় ভরাটের মতো ঘটনা। তবে তারপরও কোনও কোনও জায়গায় লুকিয়ে চুরিয়ে চলছে পুকুর ভরাটের কাজ। তেমনই ঘটনা ঘটল হাওড়ার সাঁকরাইল ব্লকের ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ন’কাটা বাগানে এলাকায়। একটি পরিত্যক্ত পুকুরকে দিনের আলোয় সাদা বালি দিয়ে বুঝিয়ে ফেলছিল একদল অসাধু ব্যক্তি। সেই পুকুর ভরাটকে রুখে দিলেন তৃণমূল পরিচালিত ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান। পরিবেশ নিয়ে আন্দোলন করা সংগঠন ‘প্রহরী’-র সভাপতি শুভাশিস বন্দ্যোপাধ্যায় জানান, ওই এলাকায় পথসভা করে জলাশয় বোঝানোর কুফল সম্পর্কে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন তাঁরা।

এলাকার মানুষ এই আপত্তি জানাচ্ছেন পুকুর ভরাট নিয়ে। ঝোড়হাট গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় অধিকারী জানান, ওখানে একটি নোটিশ লাগিয়ে দেওয়া হয় ভরাট বন্ধ করার জন্য। এরপর সাঁকরাইল বিডিও, সাঁকরাইল থানায় অভিযোগ জানানো হয়। গত ৩ এপ্রিল থেকে এখনও পর্যন্ত পুকুর ভরাটের কাজ বন্ধ আছে। সংস্কার করে পুকুরটি আগের অবস্থায় ফেরানো হবে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।

এলাকার মানুষ পঞ্চায়েতের কাছে অনুরোধ করেছে, জলাশয়টি সংস্কার করে চারিদিক সুন্দর করে সাজিয়ে দেওয়া হোক। সেই সঙ্গে ভরাটের সঙ্গে যে দুষ্টচক্র যুক্ত আছে তাদের কড়া দেওয়ার দাবি উঠেছে। পঞ্চায়েতের ভূমিকায় খুশি এলাকার মানুষ।

Related Articles