ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু
The mysterious death of a migrant worker who went to work in a foreign state

Truth Of Bengal : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। কালনার জাপট এলাকায় মৃতের বাড়িতে ফিরল দেহ। সেখান থেকে পাঠানো বেশ কয়েক বছরের পুরনো ডাক্তারি ইসিজি সার্টিফিকেট দেখে সন্দেহ প্রকাশ মৃতের ছেলেদের। পরবর্তী সময় কালনা হসপিটালে মৃতদেহ নিয়ে এলে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা।
জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম আনন্দ দত্ত। বাড়ি কালনার জাপট এলাকায়। গত তিন মাস আগে এলাকারই দুই যুবকের সাথে ছত্রিশগড় এলাকায় মৃদশিল্পীর কাজে গিয়েছিলেন আনন্দ। গত দশ তারিখ রাতে পরিবারের সাথে কথাও হয় তার। তার কিছুক্ষণ পরই ওখান থেকে জানানো হয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কিছুক্ষণ পর ফোন করে জানানো হয় মারা গেছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে।
এরপরই তড়িঘড়ি সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে সেখানের মালিকরা। মৃতদেহ বাড়ি ফিরতেই দেখা যায় কাগজপত্রের সমস্ত কিছু গন্ডগোল। যে ইসিজি রিপোর্ট পাঠানো হয়েছে তা ২০১৬ সালের পুরনো। একই সাথে কোন ডাক্তারি কাগজপত্রও নেই। এরপরই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন তার ছেলে অমলেন্দু দত্ত।