রাজ্যের খবর

মদের নেশায় সর্বশান্ত! পথে নেমে বেআইনি মদের ঠেক ভেঙে আগুন লাগিয়ে দিল মহিলারা

The most sober drunkenness! The women broke down the illegal liquor bar and set it on fire

The Truth Of Bengal : বেআইনি মদের ঠেক ভেঙে আগুন ধরিয়ে দিলেন মহিলারা ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাটের নবাসন এলাকায় ।গ্রামের মহিলাদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে এলাকায় বেআইনি মদের ঠেক চলছিলো দীর্ঘদিন ধরে ।

পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ । মদের নেশায় সর্বশান্ত হচ্ছে গ্রামের পুরুষরা মহিলাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তার সাথে সন্তানদের লেখাপড়াও ঠিক মতন করানো যাচ্ছে না । রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার এর টাকা দিয়ে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন বাড়ির গৃহিণীরা । দেওয়ালে পিঠ ঠেকে যাবার জায়গায় চলে আসার জায়গায় পৌঁছায় তাই বাধ্য হয়ে আজ সোমবার বাঁশ লাঠি হাতে চড়াও হয় মহিলারা বেআইনি মদের ঠেকে ।ভেঙে দেয় মদের ঠেক আগুন ধরিয়ে দেওয়া হয় ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ।

Related Articles